Dhaka ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করল। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার।

তিনি দলের নাম ঘোষণা করেন। এ ছাড়া দলটির আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন।

পরে আখতার হোসেন মঞ্চে এসে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জায়গা পাওয়াদের নাম প্রকাশ করেন।

আজ বিকেল সোয়া ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। একে একে দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের অন্যতম নুসরাত তাবাসসু প্রমুখ বক্তব্য দেন। এরপর দল ঘোষণার পর বক্তব্য দেন আখতার হোসেন। এখন নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু

Update Time : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করল। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার।

তিনি দলের নাম ঘোষণা করেন। এ ছাড়া দলটির আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন।

পরে আখতার হোসেন মঞ্চে এসে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জায়গা পাওয়াদের নাম প্রকাশ করেন।

আজ বিকেল সোয়া ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। একে একে দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের অন্যতম নুসরাত তাবাসসু প্রমুখ বক্তব্য দেন। এরপর দল ঘোষণার পর বক্তব্য দেন আখতার হোসেন। এখন নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছেন।