নওগাঁর সদর থানায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত ও মান্দা থানায় ২ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার পূর্বরাতে নওগাঁ সদর থানা এবং আজ সকালে মান্দা থানা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জ।
ডাকাতি মামলায় আটককৃতরা হলো, জেলার সদর থানার আলেদাদপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. দুলাল হোসেন (২৬), আবুল আসাদের ছেলে মো. কামরুজ্জমান (১৯), গাজীপুর গ্রামের হোসেনের ছেলে মো. জালাল (২০) ও মরু বক্সের ছেলে মো. ফারুক হোসেন (২০) এবং ছিনতাইকারীরা হলো, রাজশাহীর মতিহার থানার ডাসমারী গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. মেহেদী হাসান সোহান (৩৪) ও ধরমপুর গ্রামের সেলিম রেজার ছেলে মোঃ সজল (৩৩)।
জানা যায়, গতরাতে সদর থানার বক্তারপুর ইউনিয়নের দীঘা গ্রামের ছোট ব্রিজের কাছে ১০/১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন তথ্য পেয়ে তাৎক্ষনাত জেলা পুলিশের একটি চৌকস পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টাকালে তাদের আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৫ (পাঁচ) টি লাঠি, একটি কালো রংয়ের জিকচার মোটরসাইকেল যার রেজিঃ নং-নওগাঁ ল-১৩-৬৯৯৮ (রেজিঃ নাম্বার কালো স্কচটেপ দিয়ে ঢাকা) জব্দ করা হয়।
অপরদিকে মান্দা থানার ঘাটকৈর গ্রামের জনৈক মোহাম্মদ নুরুজ্জামান মন্ডলের ছেলে মো. সাজ্জাদ হোসেন সৈকতকে তার নিজ বাড়ি থেকে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সাজ্জাদের পিতা এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে বলে তাকে তাদের সাথে থাকা ২ টি মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। এক পর্যায়ে ভিকটিম সাজ্জাদ কুসুম্বা এলাকায় পৌঁছার পর তাদের জিজ্ঞাসা করে তার বাবা কোথায়? তখন তারা ভিকটিমের মুখ চেপে ধরে মোটরসাইকেলে দ্রুত গতিতে যেতে থাকে। সৈকতের বাবা বাসায় এসে বিষয়টি জানতে পেরে দ্রুত মান্দা থানা পুলিশকে জানালে থানা পুলিশ অপহরণকারীদের পেছন পেছন ধাওয়া করে এবং মোবাইলে বিভিন্ন বাজারে কর্মরত লোকজনদেরকে উক্ত মোটরসাইকেল গুলো আটকের জন্য অনুরোধ করে। এক পর্যায়ে রাজশাহী জেলার মোহনপুর থানার হাটড়া মোড়ে পৌছলে ভিকটিম সৈকত কৌশলে মোটরসাইকেলের পিছনে বসা অপহরণ কারীর মোবাইল টান মেরে ফেলে দেয়, এতে করে মোবাইলের জন্য মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে ভিকটিমের ডাক চিৎকার শুরু করে। তখন স্থানীয় লোকজন তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করা অবস্থায় পিছনে আসা মান্দা থানা পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় ২জন অপহরণকারীদের আটক করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করে।