নওগাঁর পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার বদলী আদেশ স্থগিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার দুপুরের আগে পোরশা উপজেলার সর্বস্তরের জনগণ এর ব্যানারে মানববন্ধনটি থানার মোড় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বৃহস্পতিবার সন্ধায় পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজার বদলী হওয়ার খবর ছড়িয়ে পড়লে জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্রজনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।