বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ৪০৩ টাকা। যা আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। যা এতদিন ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি ফেব্রুয়ারি মাসে টানা পাঁচবার বাড়ানোর পর দুদফা কমলো স্বর্ণের দাম।