নওগাঁর আত্রাইয়ে উপজেলায় আত্রাই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সহকারী শিক্ষক তপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন,”জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে তোমাদের অধ্যবসায় ও সততা বজায় রেখে সামনের পথে এগিয়ে যেতে হবে। শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং তা জীবন গঠনের হাতিয়ার।তোমাদের উচিত জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া।”এছাড়াও তিনি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের বিদায়কালীন আবেগঘন মুহূর্তে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন,”তোমরা এই বিদ্যালয়ের গর্ব। তোমাদের সাফল্য আমাদের জন্য আনন্দের।আশা করি, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে। এই বিদ্যালয় থেকে তোমরা যে জ্ঞান ও মূল্যবোধ অর্জন করেছ, তা ভবিষ্যতে তোমাদের পথ চলার পাথেয় হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আঃ মজিদ, সহকারী শিক্ষক প্রনব কুমার ঘোষ,জাহিদুর রহমান, ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানটি ছিল আবেগ ও উৎসাহে পরিপূর্ণ। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাদের জন্য নতুন এক যাত্রার সূচনা হয়েছে বলে মনে করেন উপস্থিত সবাই।
শিরোনাম :
আত্রাইয় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
-
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি (নওগাঁ):
- Update Time : ০৮:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- ৪৬ Time View
Tag :
আলোচিত