জয়পুরহাটের কালাইয়ে ধান বোঝায় একটি ট্রাকের ধাক্কায় নবীউল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মোলামগাড়ী বাজার রোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত নবীউল ইসলাম উপজেলার জিন্দারপুর ইউপির পশ্চিম কুজাইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরর্ত আছেন বলে পরিবার সুত্রে জানাগেছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, কালাই উপজেলার কুজাইল গ্রামের বাড়ী থেকে বগুড়ার কর্মস্থলে যাচ্ছিলেন নবীউল ইসলাম। পথে মোলামগাড়ী বাজার রোড়ে ট্রাককের সাথে ধাক্কা লাগলে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।