দিনাজপুরের ঘোড়াঘাটে কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা ও সীরাতে মুস্তাকিম পরিষদ নামে একটি সংগঠন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে ওরসের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে একটি লাঠি মিছিল বের করে তারা। পরে মিছিল থেকে মাজারে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
বিক্ষুব্ধ জনতার অভিযোগ, উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় রহিম শাহ বাবা ভান্ডারীর মাজারে প্রতি বছর ওরশের নামে গান-বাজনা, মাদক সেবনসহ অশ্লীল কর্মকান্ড চলে এর প্রতিবাদ করলেও তারা সেটি বন্ধ না করে ১৭ থেকে ১৯ ফাল্গুন (২ থেকে ৪ মার্চ) পর্যন্ত বাৎসরিক ওরসের আয়োজন করে কর্তৃপক্ষ। সেটির প্রতিবাদে আজ লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাংচুর করে।
এবিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।