নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় আব্দুল বাকিদ পবেল এর অফিস ঘর থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় আব্দুল বাকিদ পবেল পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।
জানা যায়, শুক্রবার বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কর্তৃক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজারে আব্দুল বাকিদ পবেল এর ব্যক্তিগত অফিসে অভিযান চালানো হয়। এ সময় ৩ টি অবিস্ফোরিত ককটেল, ৩ টি চাকু ও একটি মৌজার নকশা উদ্ধার করে সেনাবাহিনী।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩টি অবিস্ফোরিত ককটেলসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুল বাকিদ পলাতক থাকায় তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরো কিছু তথ্যের ভিত্তিতে আবারো অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত অভিযান চলমান।