টাঙ্গাইলের মির্জাপুরে ১ মার্চ (শনিবার) ভোরে মির্জাপুর ট্রেন ষ্টেশনে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ট্রেনে কাঁটা পড়ে নিহত হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০-২২ বছর। খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, ঢাকা থেকে রাজশাহী নাটোর যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার রাতে বাসে উঠে যুবক। পথিমধ্যে বাসের ভিতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার টাকা পয়সা এবং মোবাইল ফোন খোয়া যায়। সর্বশান্ত হয়ে যুবক নাটোর যাওয়ার উদ্দেশ্যে মির্জাপুর রেল ষ্টেশনে যায়। ষ্টেশন মাষ্টার কামরুল ইসলাম রাতে নাটোরে যাওয়ার কোন ট্রেন নেই, তাকে বাসে যাওয়ার পরামর্শ দেন। শনিবার ভোরে ষ্টেশনের নিকটে তার ট্রেনে কাঁটা পড়া মরদেহ পাওয়া যায়। ষ্টেশন মাষ্টার বলেন, আমার সাথে কথা বলার সময় যুবককে কিছুটা অপ্রকৃতিস্থ মনে হয়েছে। সে নিজেকে কলেজ ছাত্র বলে পরিচয় দিয়েছে। ঐ রাতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।