কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের সহায়তায় ২০ দিনের শিশু ফিরে পেয়েছে মায়ের কোল।
অভিযোগ উঠেছে, উত্তর ধুরুং বাইঙ্গা কাটা গ্রামের জাফর আলমের ছেলে জসীম উদ্দিন পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে ২০ দিনের শিশু পুত্রকে কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়।
কুতুবদিয়া থানার ওসি মো: আরমান হোসেন বলেন, দুধের শিশু কেড়ে নিয়ে মাকে তাড়িয়ে দিলে ওই শিশুর মা বড়ঘোপ মাতবর পাড়ার রহিমা আক্তার (২১) থানায় এসে সহায়তা চান শিশুটি উদ্ধারে। শুক্রবার রাতে পুলিশের একটি টিম পাঠিয়ে ২০দিনের শিশুটি পিতার কাছ থেকে এনে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।