রিয়াল মাদ্রিদ শুরুটা ভালো করে, তবে এরপর নিজেদেরই হারিয়ে খোঁজে দলটি। কার্লো আনচেলত্তির শিষ্যরা শেষ পর্যন্ত ছন্নছাড়া ফুটবলে রেয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরে যায়।
শনিবার লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে ব্রাহিম দিয়াসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন জনি কার্দোসো। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন ইসকো।
হঠাৎ ক্ষিপ্র হয়ে ওঠেন কিলিয়ান এমবাপ্পে এবং দারুণ থ্রু পাস বাড়ান ডি-বক্সে। ছুটে গিয়ে গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ডানদিকে বল বাড়ান ফেরলঁদ মঁদি, আর প্রথম ছোঁয়ায় শটে ফাঁকা জালে পাঠান দিয়াস।
কিন্তু ধীরে ধীরে চাপ বাড়ানো বেতিস ৩৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। ইসকোর কর্নারে জোরাল হেডে সমতা টানেন কার্দোসো। বল থিবো কোর্তোয়ার হাতে লেগে জালে জড়ায়।
বিরতির পরও শুরু করে বেতিস এবং অল্প সময়ের মধ্যে এগিয়েও যায় তারা। ৫৩তম মিনিটে গতিময় আক্রমণে সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার হেসুস রদ্রিগেস। তাকে পেছন থেকে আন্টোনিও রুডিগার ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ স্পট কিকে গোলটি করেন ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত রেয়ালে খেলা ইসকো।
লা লিগায় চতুর্থ হারের পর বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গেল আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের শিষ্যরা। ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বেতিস উঠেছে ষষ্ঠ স্থানে।