“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বনার্ঢ্য র্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বনার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বনার্ঢ্য র্যালি বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বনার্ঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিয়া । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মুহাম্মাদ ইদী আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।