Dhaka ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আহলে সুন্নাতের র‍্যালি

5

মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও স্বাগত জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামার সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে ওই স্বাগত র‍্যালির আয়োজন করে।

গতকাল শহরের ক্যান্টনমেন্ট রোডস্থ শাহ আউলিয়া জামে মসজিদ হতে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারায়ে তাকবির, আল্লাহু আকবর; আহলান সাহলান, মাহে রমজান; রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে; অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগানের সাথে শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লীরা অংশ নেন।

পরে শহরে পাঁচমাথা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব গোলজার আশরাফী। আহলে সুন্নাত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শাহ আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাবের নুরী রিজভী, আহলে সুন্নাত উপজেলা শাখার সভাপতি আসিফ আশরাফী, পৌর শাখার সভাপতি সৈয়দ পাপ্পু বাকশি, মাওলানা মারগুব আশরাফী, শেখ কুতুব উদ্দিন, নাদিম আশরাফীসহ তরিকত সুফী পন্থি অন্যান্য উলেমায়ে কেরাম পীর মাশায়েখরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত

সৈয়দপুরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আহলে সুন্নাতের র‍্যালি

জন দেখেছেন : ১০:০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
5

মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও স্বাগত জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামার সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে ওই স্বাগত র‍্যালির আয়োজন করে।

গতকাল শহরের ক্যান্টনমেন্ট রোডস্থ শাহ আউলিয়া জামে মসজিদ হতে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারায়ে তাকবির, আল্লাহু আকবর; আহলান সাহলান, মাহে রমজান; রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে; অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগানের সাথে শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লীরা অংশ নেন।

পরে শহরে পাঁচমাথা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব গোলজার আশরাফী। আহলে সুন্নাত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শাহ আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাবের নুরী রিজভী, আহলে সুন্নাত উপজেলা শাখার সভাপতি আসিফ আশরাফী, পৌর শাখার সভাপতি সৈয়দ পাপ্পু বাকশি, মাওলানা মারগুব আশরাফী, শেখ কুতুব উদ্দিন, নাদিম আশরাফীসহ তরিকত সুফী পন্থি অন্যান্য উলেমায়ে কেরাম পীর মাশায়েখরা।