পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে মাঠে নেমেছেন উখিয়া উপজেলা প্রশাসন।গত রবিবার (২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী নেতৃত্বে কোটবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নায্য দামে পণ্য বিক্রি না করা, সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবৈধ দোকান পরিচালনা সহ নানা অনিয়মের কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন -২০০৯ অনুযায়ী ৪টি মামলায় অভিযুক্তদের ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।এর আগে কোট বাজার স্টেশনে সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে কামরুল হোসাইন চৌধুরী বলেন, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। প্রথম দিন আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করার পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিটি বাজারে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান এ কর্মকর্তা ৷
শিরোনাম :
উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে অভিযান
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- ২৯ Time View
Tag :
আলোচিত