গাজীপুরের কালিয়াকৈরে বিনা অনুমতিতে একটি আঞ্চলিক সড়কের সরকারী দুটি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া-মহরাবহ আঞ্চলিক সড়কের দুপাশে বিভিন্ন স্থানে সরকারী গাছ রয়েছে। ২০২৩ সালে ওই সড়কের পাশে আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকায় ১০ শতাংশ
জমি ক্রয় করেন পাশ^বর্তী ঢালজোড়া ইউনিয়নের বাসুরা এলাকার মোতালেব হোসেন। গত ২৬ ফেব্রুয়ারী তিনি তার ওই জমিতে এমারত নির্মাণের কথা বলে একটি গাছ কর্তনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেন। ওই আবেদন করেই তিনি ও তার পরিবারের লোকজন গত রবিবার সকালে বিনা অনুমতিতে ওই সড়কের একটি গাছ কর্তন করেন। এরপর পাশের আরেকটি গাছ কর্তনের লক্ষ্যে অধিকাংশ ঢালপালা কেটে ফেলা হয়। ওই দুটি গাছের বাজার মূল্য আনুমানিক প্রায় ৪০
থেকে ৫০ হাজার টাকা। বিনা অনুমতিতে সরকারী গাছ কর্তনের বিষয়টি টের পেয়ে তাদের বাঁধা দেয় এলাকাবাসী। এবিষয়ে জানতে অভিযুক্ত মোতালে হোসেনের মেবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ধরেননি। স্থানীয় আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেনে শাকিল মোল্লা জানান, মোতালেব নামে এক ব্যক্তি
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে তিনি আমাকে বিষয়টি দেখতে বলেন। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি তারা একটি গাছ কেটে ফেলছেন। অপর গাছটিও কাটার
পায়তারা করছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, ওই ব্যক্তি গাছ কাটার আবেদন দিয়েই একটি গাছ কেটে ফেললে ভুমি কর্মকর্তাকে তদন্তে পাঠানো হয়েছে। এছাড়াও স্থানীয় বনবিভাগ ও ইউপি চেয়ারম্যানকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।