প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোল্ডকাপ নিয়ে কুতুবদিয়ায় ফিরেছে ক্ষুদে ফুটবলাররা।
গত শনিবার (১মার্চ) দুপুরে চ্যানেল পার হয়ে দ্বীপে পৌছঁলে শুভেচ্ছা জানায় হাজারো শিক্ষার্থী, জনতা।উপজেলা প্রশাসন বিজয়ী খেলোয়াদের জন্য খোলা জীপ ও ট্রাকের ব্যবস্থা করেন। সতীর্থ খেলোয়াড়দের নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে যোগ দেয় দেশ সেরা চ্যাম্পিয়ন কাপ নিয়ে।এসময় উপজেলা নির্বাহি অফিসার ক্যথোয়াইপ্রু মারমা খেলোয়াড়দের পুষ্পমাল্য প্রদান ও মিষ্টি মুখ করান। অভিনন্দন, শুভেচ্ছা বিনিময় শেষে চলে ফটোশেসন।
দেশের ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চট্টগ্রাম বিভাগের হয়ে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর ইছাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। সময় নিয়ে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান ইউএনও।টুর্ণামেন্টে সেরা গোলদাতা নয়ন ও সেরা খেলোয়াড়ের পুরষ্কার পায় তোহা।