রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুরের ভাটার থানার সৌদিয়া হোটেল থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে ভাটার থানার সৌদিয়া হোটেলের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে দুপুর ১২টা ৩১ মিনিটের দিকে বারিধারা ফায়ার স্টেশনের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের লাশ ৬ তলায় পাওয়া গেছে। এরমধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে এবং অপর তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া গেছে। ওই সময় সিঁড়ির দরজায় তালা মারা অবস্থায় পাওয়া যায় বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।