পবিত্র রমজান মাসের শুরুতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুদ নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। গত সোমবার বিকেলে শহরের বড় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস, চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) কে এম ইঞ্জারুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা, সাংবাদিক মাহবুবুর রহমান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জহরলাল পাল, পুলিশ কর্মকর্তা, আনসার ব্যাটালিয়নের সদস্যরাসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পরর্যায়ে এবং পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই বাজার মনিটরিং কার্যক্রম। এ ছাড়া কেউ যদি পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরী করে বা অন্যায়ভাবে দাম বৃদ্ধি করে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।জেলা প্রশাসক আরো বলেন, প্রতিদিন বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স ও মোবাইল টিমের বাজার মনিটরিং রমজান মাসব্যাপী চলমান থাকবে।