নওগাঁর পোরশায় উন্নয়নমূলক কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা “খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ। গত সোমবার ও মঙ্গলবার দু’দিনের সফরে আসেন তারা। নওগাঁ জেলার মান্দা, নিয়ামতপুর ও পোরশা উপজেলার মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সিসিডিবি। এরই অংশ হিসাবে কর্ম এলাকা পরিদর্শন করতে আসেন সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ. হালদার, সিসিডিবি কমিশনের ভাইস চেয়ারম্যান এডভিন বরুণ ব্যানার্জি, সিসিডিবি’র নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার। সংস্থাটির কমিশন বোর্ড সদস্য ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক মাঠ পর্যায়ে দুই দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম ও সিসিআরসি পরিদর্শন শেষে ফোরামের উদ্যোগে ফেরামের সভাপতি আগস্টিনা মুরমুর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ. হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এডভিন বরুণ ব্যানার্জি ও নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার। এসময় সংস্থার সিপিআরপি ও মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রকল্পের কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
পোরশায় সিসিডিবি’র কার্যক্রম পরিদর্শনে উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ
-
ডিএম রাশেদ পোরশা প্রতিনিধি (নওগাঁ):
- Update Time : ০৪:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- ২৫ Time View
Tag :
আলোচিত