ভোলায় আইন অমান্য, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে ৬টি ইটভাটাকে ২৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ইটভাটাগুলোর প্রায় লক্ষাধিক ইট ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার সদর ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযনা পরিচালনাকারী ইটভাটাগুলো হলো- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন এলাকার ফাইভ স্টার ব্রিকস, রূপালী ব্রিকস, চর জাঙ্গালিয়া এলাকার পান্না ব্রিকস, পশ্চিম চরপাতার বাঘা ব্রিকস, ভেলুমিয়ার গাজী ব্রিসক এবং বোরহানউদ্দিন উপজেলার বিএমবি ব্রিকসকে এ জরিমানা করা হয়।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাগুলোতে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে সদর উপজেলার প্রত্যেক ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ লাখ টাকা এবং বোরহানউদ্দিন উপজেলার বিএমবি ব্রিকসকে ২ লাখ মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই ইটভাটার প্রায় লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করা হয়।
সদর উপজেলার ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকা থেকে আগত মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। তিনি পরিবেশ অধিদপ্তরের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ ও ৬ লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক প্রত্যেক ইটভাটকে এ জরিমানা করেন। এ সময় সাইমুন ব্রিকস ও প্রাইম ব্রিকস এর কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় বিএমবি ব্রিকসকে ২ লাক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ফায়ার সার্ভিসকে ইট ভাঁটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।