টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাজনগর লালু মার্কেটের নিকটে মারকাজু আজিজুল নামের একটি টিনশেড মাদ্রাসা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে বারোটার দিকে মাদ্রাসার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এসময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তারাবির নামাজ শেষে ঘুমিয়ে পড়েছিল। আগুনের তাপে ঘুম ভাঙ্গলে ছাত্ররা চিৎকার শুরু করে।
তখন আশপাশের লোকজন ছুটে এসে চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে টিনশেড মাদ্রাসার একটি বড় কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে মাদ্রাসার শিক্ষক ছাত্রদের কোন ক্ষতি না হলেও মাদ্রাসার কিতাব, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় বারো লক্ষ টাকা বলে জানা গেছে। মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন এর অফিসার বেলায়েত হোসেনের দেওয়া তথ্যমতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।