সামাজিক মাধ্যমে রায়হান রাফির জন্মদিন ঘিরে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার বিয়ের গুঞ্জন চলছে। বিষয়টি চোখে পড়েছে তমা মির্জারও। এটি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।
সোমবার (৩ মার্চ) ছিল রাফির জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফির মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।
মঙ্গলবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তমা বলেন, আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।