Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লালন স্মরণোৎসব রমজানের পবিত্রতা রক্ষায় সিমিত পরিসরে পালনের সিদ্ধান্ত

এবারের লালন স্মরণোৎসবে লালনের মাজার ও আশপাশের এলাকায় গাঁজা ও মাদক সেবন এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানিয়েছেন, স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কেউ মাদক সেবন বা বিক্রির চেষ্টা করে, তাহলে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালন স্মরণোৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার রাজনৈতিক নেতা, সাংবাদিক , নাগরিক সমাজের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ আরও অনেকে।

সভায় জানানো হয়, প্রতিবছর লালন একাডেমির উদ্যোগে দোল পূর্ণিমায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব উদযাপিত হয়। তবে এবার পবিত্র রমজান মাসের কারণে উৎসবের সময়সীমা কমিয়ে একদিন করা হয়েছে। ফলে, এবারের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা থাকছে না।

লালন একাডেমির পক্ষ থেকে আগামী ১৩ মার্চ সন্ধ্যায় ও রাতে বাউল ভক্ত ফকিরদের বাল্যসেবা প্রদান করা হবে। তবে পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিররা নিজ উদ্যোগে পূর্ণসেবা প্রদান করবেন।

বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় দোল পূর্ণিমার তিথিতে ভক্ত ও অনুসারীদের নিয়ে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা এ উৎসব উদযাপন করেন। পাশাপাশি, প্রতিবছর অক্টোবর মাসে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসও পালন করা হয়ে থাকে।

এবারের স্মরণোৎসব সীমিত পরিসরে হলেও এর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী গুরুত্ব অক্ষুণ্ন থাকবে বলে আয়োজকদের আশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

লালন স্মরণোৎসব রমজানের পবিত্রতা রক্ষায় সিমিত পরিসরে পালনের সিদ্ধান্ত

Update Time : ০৮:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

এবারের লালন স্মরণোৎসবে লালনের মাজার ও আশপাশের এলাকায় গাঁজা ও মাদক সেবন এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানিয়েছেন, স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কেউ মাদক সেবন বা বিক্রির চেষ্টা করে, তাহলে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালন স্মরণোৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার রাজনৈতিক নেতা, সাংবাদিক , নাগরিক সমাজের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ আরও অনেকে।

সভায় জানানো হয়, প্রতিবছর লালন একাডেমির উদ্যোগে দোল পূর্ণিমায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব উদযাপিত হয়। তবে এবার পবিত্র রমজান মাসের কারণে উৎসবের সময়সীমা কমিয়ে একদিন করা হয়েছে। ফলে, এবারের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা থাকছে না।

লালন একাডেমির পক্ষ থেকে আগামী ১৩ মার্চ সন্ধ্যায় ও রাতে বাউল ভক্ত ফকিরদের বাল্যসেবা প্রদান করা হবে। তবে পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিররা নিজ উদ্যোগে পূর্ণসেবা প্রদান করবেন।

বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় দোল পূর্ণিমার তিথিতে ভক্ত ও অনুসারীদের নিয়ে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা এ উৎসব উদযাপন করেন। পাশাপাশি, প্রতিবছর অক্টোবর মাসে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসও পালন করা হয়ে থাকে।

এবারের স্মরণোৎসব সীমিত পরিসরে হলেও এর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী গুরুত্ব অক্ষুণ্ন থাকবে বলে আয়োজকদের আশা।