সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও সমাজসেবা কর্মকর্তাদের বেআইনি ও ক্ষমতার অপব্যবহার করে একটি বেসরকারি সংস্থার অফিসে ঢুকে ভাঙ্গচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই সংগঠনের নির্বাহী পরিচালক। বুধবার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট প্রেগ্রাম- ইডিপি নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর খান লিখিত বক্তব্য পাঠ করে এঅভিযোগ করেন। এসময় তিনি বেআইনীভারে তার অফিসে প্রবেশ এবং ভাঙ্গচুরের প্রতিবাদে ৫ দফা দাবি জানান।
লিখিত বক্তব্য তিনি বলেন,আমার প্রতিষ্ঠান এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর হতে অনুমোদন প্রাপ্ত। আমরা শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান,বেকারত্ব দূরীকরণ, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।
২০২১ সালের ১ সেপ্টেম্বর থেকে আমরা সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় ততকালীন ইউএনও মহোদয়ের নিকট হতে যথাযথ চুক্তির ভিত্তিতে ভাড়ায় নিয়ে উক্ত কার্যক্রম পরিচালনা করে আসছি। এমতাবস্থায় গত ১ মেপ্টেম্বর ২৪ তারিখে বর্তমান ইউএনও আমাকে একমাসের নোটিশে অফিস ছাড়ার সময় সীমা বেঁধে দিলে আমি তার সথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে লিখিত ও মৌখিক ভাবে যৌক্তিক সময় প্রার্থণা করি। কিন্তু তিনি আমাকে কোন প্রকার সময় প্রদান না করে অফিসে তালা লাগিয়েদেন।
এসময় সিরাজগঞ্জ এর বিভিন্ন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সময় দানের সুপারিশ করলেও তিনি সকলের অনুরোধ অগ্রাহ্য করেন। পরে আমি বাধ্য হয়ে উচ্চ আদালতের দাড়স্থ’ হই, যার মামলা নং ১১৯৩৯/২০২৪ । পরবর্তীতে আদালত আমাকে প্রথমে ৬ মাস সময় প্রদান করেন। এরপর ১ মাসেরও অধকি সময় পর আমি অফিসে পুনরায় প্রবশে করি। ততোদিনে আমার প্রায় সকল মেশিনারিজ নস্ট হয়ে যায়। পুনরায় অফিস এর কার্যক্রম শুরু করলে গত ৩মার্চ ২০২৫ তারিখে বিকাল ৩ ঘটিকার সময় আদালতের এই স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমার অফিসের তালা ভেঙ্গে নিজেদের তালা লাগিয়ে দিয়েছেন ।
মুধু তাইনয় এসময় নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসার আমাদের অনুপস্থিতিতে অফিসের তালা ভেঙে প্রবেশ করেন এবং ভাঙ্গচুর গুরুত্বপূর্ণ নথিপত্র ও সম্পদ নষ্ট করেন এবং নতুন তালা লাগিয়ে দেন । আমি এবং আমরাসমমনা প্রতিষ্ঠানের প্রধানগণ এমন ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ৫দফা দাবীর মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত ,অনধিকার প্রবেশ ও সম্পদ নষ্টের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া,আদালত অবমাননা,আমার অফিস ফিরিয়ে দেয়া হোক এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বাধা দূর করার দাবি জানাই।এসময় তিনি নিরাপত্তা ও অফিসের ক্ষতির ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অজ্ঞাত কারণে জিডি বা মামলা হিসেবে আজও গ্রহণ করেননি।
সংবাদ সম্মেলনে জেলা এনজিও সমন্ময় পরিষদের সভাপতি মো.আলাউদ্দীন,সহ-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম,শার্প এর নির্বাহী পরিচালক শওকত আালী,এসডাব্লিউসি নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম,সুক এর নির্বাহী কর্মকর্তা আনোয়অর হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় এনজিও প্রতিনিধিরা বলেন দ্রুত প্রশাসন যদি এমন ঘটনার বিচার না করেন তাহলে পরবর্তিতে আমরা নানামুখি কঠোর কর্মসুচি ঘোষনা করতে বাধ্য হবো।