Dhaka ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অস্থিরতার কারণে এ বছর নির্বাচন অসম্ভব হবে: নাহিদ ইসলাম

জুলাই অভূত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত রাজনৈতিক দলে ‘এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, অন্তর্র্বতী সরকার দেশে জননিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি। এরমধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, গত সাত মাসে আমরা আশা করেছিলাম, কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম। বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, যখনই নির্বাচন হোক, আমরা অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি।

২৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, আমরা যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হবো। কিন্তু যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পেছানো উচিত।

তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা শিগগির নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবো।

অস্থিরতা চলতে থাকলেও ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সম্প্রতি এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে নাহিদ ইসলামই প্রথম রাজনীতিক, যিনি নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া সময়সীমা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

রাজধানীতে গ্রেফতার ১৬৯, মামলা ৫৪

অস্থিরতার কারণে এ বছর নির্বাচন অসম্ভব হবে: নাহিদ ইসলাম

Update Time : ১০:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

জুলাই অভূত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত রাজনৈতিক দলে ‘এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, অন্তর্র্বতী সরকার দেশে জননিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি। এরমধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, গত সাত মাসে আমরা আশা করেছিলাম, কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম। বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, যখনই নির্বাচন হোক, আমরা অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি।

২৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, আমরা যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হবো। কিন্তু যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পেছানো উচিত।

তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা শিগগির নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবো।

অস্থিরতা চলতে থাকলেও ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সম্প্রতি এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে নাহিদ ইসলামই প্রথম রাজনীতিক, যিনি নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া সময়সীমা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলেন।