গাজীপুরের কালিয়াকৈরে বুধবার বিকেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কলোনির কক্ষসহ বিভিন্ন মালামাল ভস্মিভুত হয়ে নিঃস্ব হয়েছেন ২০টি পোশক শ্রমিক পরিবার।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প উত্তরপাড়া এলাকায় বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই এলাকার তাইজুদ্দিনের কলোনির ভাড়াটিয়া রতন মিয়ার কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের রফিকুল ইসলামের কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই দুটি কলোনির ২০টি কক্ষ ও কক্ষের ভেতরে থাকা আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী, কাপড়চোপরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কিন্তু আগুনে পুড়ে ওই দুটি কলোনিতে ভাড়া থাকা ২০টি পোশাক শ্রমিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ভাড়াটিয়া শাহ আলম ও ই¯্রাফিল মিয়াসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। সেই আগুন আমাদের কক্ষসহ অন্যন্য কক্ষে ছড়িয়ে পড়ে। আমরা কোন মালামাল বাহির করতে পারিনি। আমাদের এখন পড়ার মতো কোন কাপড় নেই।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর (ইনচার্জ) ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।