জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মুহা: রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার করে স্বপদে পুনঃবহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুর দেড়টায় সিভিল সার্জন কার্যালয়ের প্রধান গেটের সামনে এ মানববন্ধন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ন্যাশনাল ডক্টরস ফোরাম ও স্বাস্থ্য বিভাগের ব্যানার যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম জেলা কমিটির সদস্য ডা: সোহেল রানা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুবাশশির আলী শিহাব, জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট শ্যামল কুমার চট্রোপাধ্যায়, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কুদরাতুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হক সানজিদ বলেন, ডা: মুহা: রুহুল আমিনকে ওএসডির মাধ্যমে সিভিল সার্জন পদ থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। একই পদে ফ্যাসিস্ট সরকারের একজন দোসরকে যোগদানের আদেশ দেওয়া হয়। আমরা পরবর্তিত সময়ে ফ্যাসিস্ট সরকারের কেউ যাতে পুর্নবাসিত না হতে পারে, তার দৃঢ় প্রত্যয় রাখি। ডা: মুহা: রুহুল আমিন স্যার স্বাস্থ্য খাতে উন্নয়ন নিয়ে আসতেছে। উনি পরিকল্পনা মতো স্বাস্থ্য বিভাগকে আরও এগিয়ে নেবেন। আমরা তার ওএসডি আদেশ প্রত্যাহার চাই এবং স্বপদে বহালের দাবি জানাই।
ন্যাশনাল ডক্টরস ফোরাম জেলা কমিটির সদস্য ও জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাঃ সোহেল রানা বলেন, এখানে যাকে পোস্টিং দেওয়া হচ্ছে তিনি ডা: স্বপন কুমার বিশ্বাস। তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর। স্বাচিপের একনিষ্ট কর্মী। ছাত্রজীবনেও ছাত্রলীগের কর্মী ছিলেন। এখানে সিভিল সার্জন পদে তার পদায়ন মানিনা। আমাদের দাবি না মানা হলে তাকে এখানে যোগদান করতে দেওয়া হবে না।
জানতে চাইলে ওএসডি হওয়া জয়পুরহাটের সিভিল সার্জন ডা: মুহা: রুহুল আমিন বলেন, সরকার অন্যত্র কোথাও পোস্টিং করাবেন এজন্য সেখান থেকে মন্ত্রণালয়ে যুক্ত করেছেন। আর মানববন্ধনের বিষয়ে আমার জানা নেই।
জয়পুরহাটের সিভিল সার্জন হিসেবে বদলি হওয়া ডা: স্বপন কুমার বিশ্বাস বলেন, আমার কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নেই। সরকারের আদেশ মতো যোগদান করতে হবে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে কাজ করতে হবে।