সারাদেশের ন্যায় জয়পুরহাটেও নিম্নআয়ের ভোক্তাদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ও টিসিবি বগুড়া ক্যাম্প অফিসের সহযোগিতায় বুধবার বেলা আড়াইটায় শহরের কেন্দ্রীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা টিসিবি ডিলার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী জানান, রমজানে নিম্ন আয়ের ভোক্তাদের মাঝে স্বল্প মূল্যে বিভিন্ন মালামাল পৌছে দেওয়ার জন্য জয়পুরহাট শহরের বাসষ্ট্যান্ড, শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান মাঠ, খঞ্জনপুর, সুগারমিল ২নং গেট ও পুরানাপৈল এই ৫টি স্থানে প্রতিদিন ট্রাকে করে মালামাল সরবরাহ করা হবে। প্রতিটি ট্রাক থেকে ৪শ জন করে ৫টি ট্রাকে প্রতিদিন মোট ২হাজার ভোক্তাকে এসব পণ্য সরবরাহ করা হবে। সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।