Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু

  • ডেক্স নিউজ:
  • Update Time : ০৫:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৮৫ Time View

[ঢাকা, ০৬ মার্চ, ২০২৫] ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে নতুন ‘অফ-সাইট’ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালুর বিষয়ে পার্টনারশিপ করেছে ব্রিটিশ কাউন্সিল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফান ফোর্বস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ডেইভ ডোওল্যান্ডের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই পার্টনারশিপের যাত্রা শুরু করে। ঢাকা শহরে প্রাপ্তবয়স্কদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। সকলের জন্য ইংরেজি ভাষা শিক্ষার সেবা নিশ্চিত করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারকে আরও সহজগম্য করে তোলাই ব্রিটিশ কাউন্সিলের লক্ষ্য।

ব্রিটিশ কাউন্সিলের নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্স গ্রহণ করা যাবে। এই কোর্সগুলো বিশেষভাবে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা একাডেমিক, পেশাগত বা ব্যক্তিগত উদ্দেশ্যে তাদের ভাষা দক্ষতা বাড়াতে চান। নতুনভাবে চালু হওয়া এই লার্নিং সেন্টারে আগামী এপ্রিল ২০২৫ থেকে ক্লাস শুরু হবে।

কোর্সের রেজিস্ট্রেশন এখন উন্মুক্ত রয়েছে। এক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে তারা +৮৮ ০৯৬৬৬ ৭৭৩৩৭৭ নাম্বারে কল করে ব্রিটিশ কাউন্সিলের ফ্রি ফোন কনসালটেশন নিতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “ইউনিভার্সিটি প্রাঙ্গণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু করার ক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগটি আমাদের বিশ্বমানের ইংরেজি ভাষা শিক্ষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্সকে সহজগম্য করে তুলবে, যা ঢাকার প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে যুক্তরাজ্যের জনগণের সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাস তৈরিতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। গত ৯০ বছর ধরে তারা শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও সৃজনশীলতার মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে আলোকিত করতে ভূমিকা রাকছে। ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নত করা এবং একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা প্রদান করে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে। দক্ষ প্রশিক্ষক ও আধুনিক পাঠদানের মাধ্যমে এই কেন্দ্র শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে যেন তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু

Update Time : ০৫:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

[ঢাকা, ০৬ মার্চ, ২০২৫] ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে নতুন ‘অফ-সাইট’ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালুর বিষয়ে পার্টনারশিপ করেছে ব্রিটিশ কাউন্সিল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফান ফোর্বস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ডেইভ ডোওল্যান্ডের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই পার্টনারশিপের যাত্রা শুরু করে। ঢাকা শহরে প্রাপ্তবয়স্কদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। সকলের জন্য ইংরেজি ভাষা শিক্ষার সেবা নিশ্চিত করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারকে আরও সহজগম্য করে তোলাই ব্রিটিশ কাউন্সিলের লক্ষ্য।

ব্রিটিশ কাউন্সিলের নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্স গ্রহণ করা যাবে। এই কোর্সগুলো বিশেষভাবে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা একাডেমিক, পেশাগত বা ব্যক্তিগত উদ্দেশ্যে তাদের ভাষা দক্ষতা বাড়াতে চান। নতুনভাবে চালু হওয়া এই লার্নিং সেন্টারে আগামী এপ্রিল ২০২৫ থেকে ক্লাস শুরু হবে।

কোর্সের রেজিস্ট্রেশন এখন উন্মুক্ত রয়েছে। এক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে তারা +৮৮ ০৯৬৬৬ ৭৭৩৩৭৭ নাম্বারে কল করে ব্রিটিশ কাউন্সিলের ফ্রি ফোন কনসালটেশন নিতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “ইউনিভার্সিটি প্রাঙ্গণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু করার ক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগটি আমাদের বিশ্বমানের ইংরেজি ভাষা শিক্ষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্সকে সহজগম্য করে তুলবে, যা ঢাকার প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে যুক্তরাজ্যের জনগণের সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাস তৈরিতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। গত ৯০ বছর ধরে তারা শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও সৃজনশীলতার মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে আলোকিত করতে ভূমিকা রাকছে। ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নত করা এবং একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা প্রদান করে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে। দক্ষ প্রশিক্ষক ও আধুনিক পাঠদানের মাধ্যমে এই কেন্দ্র শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে যেন তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে।