জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।গত বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, জেলার পাশাপাশি উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে সংশ্লিস্টদের প্রতি নির্দেশনা দেন।সভায় বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মো: লুৎফর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্তি জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ, বিএনপির জেলা সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাংবাদিক মাহবুবর রহমান বক্তব্য রাখেন।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলাবাহিনী,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় গণহত্যা দিবস উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ সুবিধাজনক সময়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্মৃতিচারণ ও আলোচনা সভা,গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ ২৫ মার্চ প্রতীকী ব্ল্যাক, মোনাজাত এবং ২৬ মার্চ জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, তোপধ্বনি সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পনসহ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়।এ ছাড়া সরকারি পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন কমিটি গঠন করা হয়।