ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তার অবস্থা সংকটাপন্ন।
জানা যায়, আরেফিন সিদ্দিক দুপুর সোয়া ২টার দিকে বুথে গিয়ে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের মতো হতে পারে।
পরিবারের সদস্যরা জানান, আরেফিন সিদ্দিক অচেতন অবস্থায় আছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, তবে পরিস্থিতি অনিশ্চিত।