গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার অর্নব ব্রিকস ও রুশদা ব্রিকস নামক ২টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ১লাখ করে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসূদুর রহমান। এসময় সহযোগিতায় ছিলেন গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শের আলম ও সুন্দরগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসূদুর রহমান বলেন,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ অনুযায়ী নানা অনিয়মের দায়ে ২টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।