কুড়িগ্রামের উলিপুরে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ মার্চ বিকেলে উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে গুঞ্জন কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাওলানা মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।
উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উলিপুরের উন্নয়নে সকলকে একত্রিত হয়ে কাজ করার উদাত্ব আহ্বান জানান। এসময় কুড়িগ্রাম-৩ আসনে নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মু. শাহজালাল সবুজ প্রমুখ।
ইফতার মাহফিলে উলিপুর উন্নয়ন ফোরামের সকল স্তরের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলিপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিল।