জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উল্লেখ করেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার দায় ছাত্রদলের নয় ব্যক্তি শাকিলের ওপর বর্তাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি দাবি করে সারজিস আলম বলেন, আমি পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না, শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেয়া উচিত।
তিনি বলেন,পুরো ছাত্রদল এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং সেটা আমি চলে আসার পর।
সারজিস আলম আরও বলেন,সেখানে চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিল, তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা স্থানীয় দুষ্কৃতিকারী। ফলে ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
তিনি বলেন, অন্যথায়, তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন দলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব সেটি প্রকাশ পায়।
সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু সারজিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। সারজিস আলম তার পোস্টে শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ হিসেবে উল্লেখ করে দেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এই ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
বৃহস্পতিবার সারজিসের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।