Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা

সেন্টমার্টিন মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে ফিরে গেছে। গত বৃহস্পতিবার সকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকতে থেকে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে এসব বাচ্চা।

এ তথ্যটি নিশ্চিত করেছেন “আমার সেন্টমাটিন” নামে একটি সংগঠনের সমন্বয়ক আলী হায়দার।

আলী হায়দার জানান, চলতি বছর সেন্ট মাটিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় আটশতাধিক কচ্ছপের ডিম সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। এসব ডিম তাঁরা পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে। গত কয়েকবছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে এ সংগঠনটি। চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় আটশতাধিক ডিম সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে গত এক সপ্তাহ আগে আরও ১৭০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়। দুই মাস আগে সংগ্রহ করা আরও ১৮৩টি ডিম থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সেন্টমাটিন সাগরে অবমুক্ত করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন “আমার সেন্টমাটিন”  সংগঠনের সমন্বয়ক আয়াত উল্লাহ কুমনি,পরিবেশ অধিদফতরের কর্মী আবদুল আজিজসহ কয়েকজন স্থানীয় বাসিন্দারা।সংগঠনের সমন্বয়ক আলী হায়দার বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে কচ্ছপসহ সকল সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে।পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী রাখতে হলে প্রাণীকূলের উপস্থিতি জরুরি। তারই অংশ কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা

Update Time : ০৪:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

সেন্টমার্টিন মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে ফিরে গেছে। গত বৃহস্পতিবার সকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকতে থেকে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে এসব বাচ্চা।

এ তথ্যটি নিশ্চিত করেছেন “আমার সেন্টমাটিন” নামে একটি সংগঠনের সমন্বয়ক আলী হায়দার।

আলী হায়দার জানান, চলতি বছর সেন্ট মাটিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় আটশতাধিক কচ্ছপের ডিম সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। এসব ডিম তাঁরা পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে। গত কয়েকবছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে এ সংগঠনটি। চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় আটশতাধিক ডিম সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে গত এক সপ্তাহ আগে আরও ১৭০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়। দুই মাস আগে সংগ্রহ করা আরও ১৮৩টি ডিম থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সেন্টমাটিন সাগরে অবমুক্ত করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন “আমার সেন্টমাটিন”  সংগঠনের সমন্বয়ক আয়াত উল্লাহ কুমনি,পরিবেশ অধিদফতরের কর্মী আবদুল আজিজসহ কয়েকজন স্থানীয় বাসিন্দারা।সংগঠনের সমন্বয়ক আলী হায়দার বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে কচ্ছপসহ সকল সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে।পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী রাখতে হলে প্রাণীকূলের উপস্থিতি জরুরি। তারই অংশ কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।