“অধিকার, সমতা, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা সমবেত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে।
সেখানে সমবেত হয় উলিপুর পৌরসভার আয়োজনে এবং এলজিইডি এর সহায়তায় একটি মিছিল। এরপর সেখানে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সর্বস্তরের এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে একটি র্যালি বের হয় এবং উলিপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্যর্যালি শেষে উলিপুর উপজেলা অডিটোরিয়ামে নারী দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় নারী মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেবশর্মা, আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার সোহেল রানা, ইসলামিক রিলিফ এর প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্র্যাক এর উপজেলা ম্যানেজার ফখরুল আলম ভুঁইয়া ও উলিপুর থানার এসআই মাসুদ রানা প্রমুখ।