গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান উপলক্ষ্যে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের আয়োজনে উপজেলার লতিফপুর এলাকায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খান, কালিয়াকৈর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শহীদুল ইসলাম শিমুল, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, ইমাম ও প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
এসময় প্রধান অতিথি কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, পবিত্র মাহে রমজানের ধর্মীয় আচার-আচরণ, মুসলিম উম্মার শান্তি। এছাড়া রমজান উপলক্ষ্যে সুষ্ঠু বাজার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।