“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বিকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ফেরদৌস ও থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। অপরদিকে, বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), পিসিআরসিবি-২ প্রকল্পের আওতায় পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র ও ছাওড় সিসিআরসির উন্নয়ন সহযোগী সদস্যদের নিয়ে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রূপন, ছাওড় সিসিআরসি’র সম্পাদক নাইমুল ইসলাম, বরেন্দ্র সিসিআরসি’র নিবার্হী সদস্য সুফল কুমার মন্ডল প্রমুখ।