মাগুরায় মেডিকেল কলেজ রক্ষায় টানা ৫ম দিনের মতো মহাসড়ক অবরোধ, প্রতিবাদ সমাবেশ, ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাগুরার সর্বস্তরের জনগন।
আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মাগুরা প্রেসক্লাব, চেম্বার অব কর্মাসসহ অর্ধশত প্রতিষ্ঠানের ব্যানারে হাজারো মানুষ সমাবেশে অংশ নেয়। ঘন্টাব্যপি চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’যুগ্ন আহবায়ক আহসান হাবীব কিশোর, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে মেডিকেল বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত মাগুরা মেডিকেলের স্থায়ী ক্যাম্পাসের দাবি জানান। অন্যথায় হরতাল,অবরোধের মত কর্মসূূচির হুশিয়ারি দেন। ৯ মার্চ রবিবার পুনরায় মাগুরার সর্বস্তরের জনগনকে রাজপথে থাকার অহবান জানান। মানববন্ধন শেষে স্থানীয় ভায়না মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারিরা।