আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক এই কর্মসূচীর আয়োজন করা হয়। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রায় এক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে সারা দেশের মত সৈয়দপুরে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর ই আলম সিদ্দিকী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নাহার শাহাজাদী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।