উলিপুরে ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে ৯ মার্চ রোববার দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নিরাশির পাথার নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরউলিপুর অভিমূখে আসছিল। পথিমধ্যে নিরাশির পাতার এলাকায় পিছন থেকে মোটরসাইকেল যোগে আসা দুই বন্ধু ট্রাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। এতে মোটরসাইকেলের পিছনে বসা বন্ধু সৌরভ মিয়া (১৯) ঘটনাস্থলেই প্রাণ হারায়। মোটরসাইকেল চালক অপর বন্ধু প্লাবন আহমেদ(১৯) কে এলাকার লোকজন গুরুতর অসুস্থ্য অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত প্লাবন উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম এলাকার বকিয়ত উল্যার ছেলে এবং সৌরভ একই ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকার বক্কর মিয়ার ছেলে। দুই বন্ধুই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে।
দূর্ঘটনার পরপরই ট্রাক্টরসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আইরিন আক্তার জানান, প্লাবন আহম্মেদ নামের একজনকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।