পবিত্র রমজান উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ওলামা মাশায়েখ’র উদ্যোগে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় সেবার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে কুন্দারহাটে ভ্রাম্যমাণ একটি দোকানে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাধারণ মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বাজারের মূল্যবৃদ্ধির কারণে ভোক্তাদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে সংগঠনটি ক্রয় মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে।
ভাটগ্রাম ইউনিয়ন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সাবেক আমীর আনোয়ারুল হক, জুলফিকার আলী, আব্দুস ছাত্তার,জাহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন শেষে বক্তারা বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা, যাতে তারা কোনো ধরনের সংকটে না পড়েন। এই কর্মসূচির আওতায় মুড়ি, বুট, বেশন, চিনি, দাবাস খেজুর, মিছরি, লাচ্ছা, সাদা সেমাই, কুক, আঙ্গুর, ভেজা খেজুর,নারকেল, রিকো কয়েলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরাসরি ক্রয় মূল্যে বিতরণ করা হবে। পুরো রমজান জুড়েই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তারা নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র বা স্টল থেকে এসব পণ্য কিনতে পারবেন।
এদিকে সুলভ মূল্য পণ্য কিনতে পেরে একাধিক ক্রেতাগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।