গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর বিরুদ্ধে আন্তর্জাতিক নারী দিবসেও স্ত্রীকে আটকে রেখে পায়ে শিকল বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে স্ত্রীকে উদ্ধার ও পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে রাইছুল মৃধা (৩২)। এলাকাবাসী, নির্যাতনের শিকার স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস আসে আবার চলেও যায়। কিন্তু বন্ধ হয় না নারী নির্যাতন প্রতিষ্ঠিত হয়নি নারীর অধিকার। এর ধারাবাহিকতায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন হাসনা হেনা (৩০) নামে এক নারী। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার সন্যাশীভিটা এলাকার মৃত হাফিজুর রহমানের মেয়ে।
গত ৫ বছর আগে কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে রাইছুল মৃধার সঙ্গে হাসনার বিয়ে হয়। তাদের সংসার জীবনে সুদ্ধ নামে দুই বছরের ছেলে রয়েছে। এরই মধ্যে স্বামী রাইছুল মাদকাসক্তসহ মাদক ব্যবসায়ী হয়ে পড়েন। এরপর তাদের সংসার জীবনে নেমে আসে অশান্তি। বিভিন্ন সময় যৌতুক দাবী করে তাকে মারধরসহ নানা ভাবে নির্যাতন শুরু করে স্বামী রাইছুল। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তার শশুর জাহাঙ্গীর মৃধা ও শাশুড়ি বুলি বেগমের প্ররচনায় ও সহযোগিতায় স্বামী রাইছুল তাকে এলোপাথারী মারধর করে। তাদের মারধরের কারণে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। এসময় তার স্বামীসহ শশুর-শাশুড়ি তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করেন এবং তাকে খুন-জখমের হুমকি দেন।
এরপর তার পায়ে শিকলে বেধে তাকে আটকিয়ে রাখেন স্বামীসহ শশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পরের দিন গত ৭ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে বাবার বাড়ির লোকজন তার শশুরবাড়ি গেলেও তারা আবারও হাসনা হেনাকে পিটিয়ে জখম করে। এসময় তার বাবা বাড়ির লোকজনকেও খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। পরে তার পায়ে শিকল বেধে আটকে রেখে অমানবিক নির্যাতন করে স্বামী রাইছুল। এ ঘটনায় তার ভাই মোঃ নয়ন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সোমবার সকাল ১০টার দিকে তার শশুরবাড়ি গিয়ে আহতবস্থায় হাসনা হেনাকে উদ্ধার করে। তার মুখমন্ডল ও হাতে-পায়ে পাশবিক নির্যাতনের আঘাতে চিহ্ন রয়েছে। এসময় পুলিশ তার স্বামী রাইছুলকে আটক করে থানায় নিয়ে যায়।
নির্যাতনের শিকার নারীর ভাই নয়ন জানান, আমার বোনের সঙ্গে বিয়ের পর তার স্বামী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী হয়ে পড়েন। স্বামীসহ তার শশুর-শাশুড়ি বিভিন্ন সময় যৌতুকের চাপ দিয়ে তাকে পাশবিক নির্যাতন করে আসছিলেন। এমন কি শিকলে বেধেও তাকে নির্যাতন করতেন। তার মুখমন্ডল, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো মাসুদ জানান, নির্যাতনের শিকার নারী হাসনা হেনাকে উদ্ধার করা হয়েছে। এসময় তার স্বামী রাইছুলকে আটক করা হয়। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।