মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলছে আন্দোলন। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার এই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু।এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে। যেখানে বাদ যায়নি বিনোদন অঙ্গনও। দেশের সাধারণের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ঢাকাই মেগাস্টার শাকিব খানও।
রোববার (৯ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে শাকিব খান লেখেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি।
শাকিবের করা পোস্টের মন্তব্য ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।