ভারত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতল নিউজিল্যান্ডকে হারিয়ে। ফাইনালে ৪ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। যেখানে প্রথম দল হিসেবে আসরের তিনটি ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া।
ভারত এর আগে ২০০২ সালে শ্রীলংকার সাথে যৌথভাবে প্রথমবার শিরোপার স্বাদ পায় ভারত। এরপর মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয় দলটি। সেবার রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার সমান দুটি শিরোপা জিতে যৌথভাবে চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ ট্রফির মালিক হয় ভারত। আর এবার অজিদের ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠল তারা।
রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি থাকতে আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ভারত।