‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা সিসিডিবি’র আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক। এসময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম ও জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিমসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, সিসিডিবি’র আয়োজনে উপজেলার ছাওড় ইউপিতে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রূপন। এসময় সংস্থার অন্যান্য কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
-
ডিএম রাশেদ পোরশা প্রতিনিধি (নওগাঁ):
- Update Time : ০৩:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- ২৭ Time View
Tag :
আলোচিত