Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী খুন

banglanews24.com

যশোরের পল্লীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বাঁশের লাঠির আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে চৌগাছার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী রাকিব পালিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছার নারায়নপুর গ্রামের রাকিবের সঙ্গে প্রায় ১০-১২ বছর পূর্বে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের ৭-৮ বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে নাজমা খাতুন পিত্রালয়ে চলে যান ও পরে বর্তমানে ঢাকায় বসবাস করতেন।

এরপর রাকিব উপজেলার আন্দুলিয়া গ্রামের রেকসোনা খাতুনকে বিয়ে করেন। শুরুতে তাদের সংসার ভালো চললেও, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। পারিবারিক দ্বন্দ্বের জেরে সোমবার সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিজার ওরফে রাকিব বাঁশের লাঠি দিয়ে রোকসোনাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গ্রামের চৌকিদার জামাত আলী জানান, ‘প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে বাঁশের লাঠির আঘাতে রোকসোনার মৃত্যু হয়েছে। এটি সাধারণ বাঁশের লাঠি ছিল না, বরং ৫-৬ ফুট লম্বা বাঁশের টুকরো দিয়ে আঘাত করে মারা হয়েছে বলে জেনেছি।’

নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, ‘সকালে শুনলাম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক।’

এ বিষয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে, তবে তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যশোরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী খুন

Update Time : ০৪:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

যশোরের পল্লীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বাঁশের লাঠির আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে চৌগাছার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী রাকিব পালিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছার নারায়নপুর গ্রামের রাকিবের সঙ্গে প্রায় ১০-১২ বছর পূর্বে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের ৭-৮ বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে নাজমা খাতুন পিত্রালয়ে চলে যান ও পরে বর্তমানে ঢাকায় বসবাস করতেন।

এরপর রাকিব উপজেলার আন্দুলিয়া গ্রামের রেকসোনা খাতুনকে বিয়ে করেন। শুরুতে তাদের সংসার ভালো চললেও, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। পারিবারিক দ্বন্দ্বের জেরে সোমবার সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিজার ওরফে রাকিব বাঁশের লাঠি দিয়ে রোকসোনাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গ্রামের চৌকিদার জামাত আলী জানান, ‘প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে বাঁশের লাঠির আঘাতে রোকসোনার মৃত্যু হয়েছে। এটি সাধারণ বাঁশের লাঠি ছিল না, বরং ৫-৬ ফুট লম্বা বাঁশের টুকরো দিয়ে আঘাত করে মারা হয়েছে বলে জেনেছি।’

নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, ‘সকালে শুনলাম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক।’

এ বিষয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে, তবে তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।