১১ মার্চ মঙ্গলবার জেলা পরিষদ, মাগুরায় হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর/ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম, আইন ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন, যা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন যে, গ্রাম আদালতের কার্যকর ভূমিকা নিশ্চিত হলে সাধারণ মানুষ দ্রুত ও কম খরচে বিচারিক সেবা পাবেন। এ প্রশিক্ষণ আমাদের স্থানীয় বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।