Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে  এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার সিরাজীবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ পড়ে আহনাফ আবিদ (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। সোমবার  বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
নিহত আহনাফ আবিদ (৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল ওয়াহাবের ছেলে। এবং ওই মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় পাশের নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ জাতীয় ভারী বস্তু আহনাফের মাথায় পড়ে। কাঠের আঘাতে গুরুতর আহত হয় আহনাফ। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিয়ে গেলে রাতেই সে মারা যায়।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনটি অনুমোদনবিহীন এবং ইমারত নির্মাণ নীতিমালা লঙ্ঘন করে নির্মিত হচ্ছিল।
ইসলামিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, ভবন নির্মাণে কোনো নিরাপত্তা বেস্টনি ছিল না। ঝুঁকিপূর্ণভাবে  এলাকায় নির্মাণকাজ চলছিল। শিশুদের নিরাপত্তার জন্য ভবন মালিককে বারবার সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি বলেও অভিযোগ অধ্যক্ষর।
নিহতের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, স্থানীয়রা ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে  এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

Update Time : ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার সিরাজীবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ পড়ে আহনাফ আবিদ (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। সোমবার  বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
নিহত আহনাফ আবিদ (৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল ওয়াহাবের ছেলে। এবং ওই মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় পাশের নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ জাতীয় ভারী বস্তু আহনাফের মাথায় পড়ে। কাঠের আঘাতে গুরুতর আহত হয় আহনাফ। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিয়ে গেলে রাতেই সে মারা যায়।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনটি অনুমোদনবিহীন এবং ইমারত নির্মাণ নীতিমালা লঙ্ঘন করে নির্মিত হচ্ছিল।
ইসলামিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, ভবন নির্মাণে কোনো নিরাপত্তা বেস্টনি ছিল না। ঝুঁকিপূর্ণভাবে  এলাকায় নির্মাণকাজ চলছিল। শিশুদের নিরাপত্তার জন্য ভবন মালিককে বারবার সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি বলেও অভিযোগ অধ্যক্ষর।
নিহতের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, স্থানীয়রা ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।