উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত মঙ্গলবার বিকালে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
নিহত ইয়াসমিন আক্তার (১৪) ক্যাম্পটির একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ সলিমের মেয়ে।স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, সকালে ইয়াসমিন আক্তার ও তার মায়ের মধ্যে তুচ্ছ বিষয়ে ঝগড়ার ঘটনা ঘটে। এ নিয়ে সে মায়ের সঙ্গে অভিমান করে। বিকালে এক পর্যায়ে সে টয়লেটে গিয়ে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।এসময় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ইয়াসমিনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।